বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ক্রিমিয়ায় আরও রুশ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের

রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপে বিশালাকার একটি উভচর রুশ যুদ্ধজাহাজ সিজার কুনিকোভ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। নৌবাহিনীর ড্রোনের আঘাতে জাহাজটি ডুবে যায়। গতকাল সকালে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানায় স্থানীয় স্যোশাল মিডিয়া। ইয়াল্টা শহরের দক্ষিণে এ ঘটনা ঘটে। কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজে এ হামলার বিষয়ে রাশিয়ার তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে তারা দাবি করেছিল, কৃষ্ণসাগরে ছয়টি ড্রোন তারা ধ্বংস করেছে। ইউক্রেনের দাবি, এ যুদ্ধজাহাজটি রাশিয়ার নতুন নৌযানগুলোর একটি। এটিতে ৮৭ জন ক্রু থাকে। সিরিয়া, জর্জিয়া ও ইউক্রেনে যুদ্ধে অংশ নিয়েছে সেজার কুনিকভ। চলতি মাসে ক্রিমিয়ায় ইউক্রেনীয় ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে আরেকটি রুশ যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছিল।

সর্বশেষ খবর