শিরোনাম
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

থমকে গেল গাজা যুদ্ধবিরতি আলোচনা

কায়রোতে বহুপক্ষীয় আলোচনা আরও তিন দিন অব্যাহত থাকলেও ইসরায়েলি প্রতিনিধিদল দেশে ফিরে গেছে। ফলে থমকে গেছে বহুপ্রতীক্ষিত গাজা যুদ্ধবিরতি আলোচনা। হামাসের এক সূত্র এএফপিকে জানিয়েছে, তাদের একটি প্রতিনিধি দল গতকাল কায়রোতে মিসর ও কাতারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার জন্য রওনা হয়েছে। মঙ্গলবার ইসরায়েলি প্রতিনিধিরা আলোচনা শেষে নিজ দেশে ফিরে গেছেন। আজ আলোচনার তৃতীয় দিন।

তুরস্কের প্রেসিডেন্ট ও ইসরায়েলের তীব্র সমালোচক রিসেপ তাইয়েপ এরদোগানও গতকাল মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে আলোচনা করার জন্য কায়রো রওনা হয়েছেন।

বিবিসি জানায়, ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে কায়রোতে মঙ্গলবার আলোচনায় বসেছিল মিসর, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও কাতার। কিন্তু কোনো ধরনের কার্যকারিতা ও কোনো ধরনের সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্থায়ী যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে মতের ব্যাপক অমিল হওয়ায় কোনো সমঝোতা হয়নি।

সর্বশেষ খবর