সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
জেলেনস্কিকে বাইডেনের আশ্বাস

ইউক্রেনকে ৬০ বিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে ৬০ বিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ইউক্রেনের এ সহায়তা পেতে হলে তা আগে কংগ্রেসের চূড়ান্ত ভোটে পাস হতে হবে। যদিও বাইডেন জেলেনস্কিকে বলেছেন যে, এ বিল পাস হওয়ার বিষয়ে তিনি আশাবাদী। এর আগেও ইউক্রেনকে বিপুল পরিমাণ সহায়তা দিয়েছে ওয়াশিংটন।

বাইডেন প্রশাসন দাবি করেছে, কংগ্রেসের সহায়তা না পাওয়ায় আভদিভকা শহর ঘিরে তুমুল লড়াই থেকে ইউক্রেনীয় বাহিনীকে পিছু হটতে হয়েছে। এ শহরকে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্কে প্রবেশের দ্বার হিসেবে বিবেচনা করা হয়। এর আগে অবশ্য জেলেনস্কি ইউরোপে ‘বিপর্যকর’ পরিস্থিতি এড়াতে জরুরি ভিত্তিতে অস্ত্র সহায়তা চেয়েছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন সিনেট ৯ হাজার ৫০০ কোটি ডলার বৈদেশিক সহায়তা প্যাকেজ অনুমোদন করে। এর মধ্যে ইউক্রেনের জন্য ৬ হাজার কোটি ডলার। যদিও এ বিল এখন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রবল প্রতিরোধের মুখে পড়েছে।  সম্প্রতি রণক্ষেত্রে গোলাবারুদের ঘাটতির কারণে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হেরে যাওয়ার আশঙ্কায় পড়েছেন  জেলেনস্কি।

সর্বশেষ খবর