সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মুক্তি পেলেন সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন

মুক্তি পেলেন সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত হওয়া থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা প্যারোলে মুক্তি পেয়েছেন। গতকাল একটি পুলিশ হাসপাতাল থেকে প্যারোলে মুক্তির পর তিনি রাজধানী ব্যাংককে নিজের বাসভবনে ফেরেন।  তবে প্যারোলে মুক্তি পেলেও তিনি নজরদারিতে থাকবেন কি না বা তার ভ্রমণের বিষয়ে কোনো বিধিনিষেধ থাকছে কি না সে ব্যাপারে থাই কর্তৃপক্ষ কিছু জানায়নি। ১৫ বছরের স্বেচ্ছানির্বাসন থেকে গত বছরের আগস্টে দেশে ফেরার পর পুলিশের হাতে আটক হন ৭৪ বছর বয়সী এ ধনকুবের। তিনি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে এক বছরের কারাদন্ড ভোগ করছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে গ্রেফতারের পর থেকেই হাসপাতালে ছিলেন এই প্রবীণ রাজনীতিক।

সর্বশেষ খবর