সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আভদিভকা দখলে নিল রাশিয়া

ইউক্রেনীয় প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত আভদিভকা শহরের দখল নিয়েছে রাশিয়া। শনিবার আভদিভকার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। এর কয়েক ঘণ্টা আগেই শহরটি থেকে সৈন্য প্রত্যাহারের কথা জানিয়েছিল ইউক্রেন। এর ফলে আগামী মাসে রাশিয়ায় নির্বাচনের আগ মুহূর্তে যুদ্ধের ময়দানে আরও একটি প্রতীকী জয় পেলেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের ছোট্ট শিল্প শহর আভদিভকা। দুই বছর আগে রুশ আক্রমণ শুরুর পর থেকেই শহরটি ইউক্রেনীয় প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল। ওই বছরের জুলাইয়ে মস্কোপন্থি যোদ্ধারা সাময়িকভাবে আভদিভকার দখল নিয়েছিল। কিন্তু কিছুদিন পরেই ইউক্রেনীয় বাহিনী ফের এর নিয়ন্ত্রণ নেয়। সাম্প্রতিক লড়াইয়ের আগে আভদিভকায় প্রায় ৩৪ হাজার মানুষ বসবাস করতেন। কিন্তু এখন সেটি প্রায় জনশূন্য।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর