সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ব্রাজিলে ডেঙ্গুতে দেড় মাসে মৃত্যু ৪২৫

ব্রাজিলে শুরু হয়েছে বিখ্যাত রিও কার্নিভাল। তার আগে মশাবাহিত রোগ ডেঙ্গুতে কাঁবু দেশটি। চলতি বছরে প্রথম দেড় মাসেই প্রায় সোয়া ৫ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৪২৫ জনের। আক্রান্তের পরিমাণ গত বছরের জানুয়ারির তুলনায় চারগুণ বেশি! শুধু তা-ই নয়, ২০২৩ সালে পুরো বছর ধরে মারা গেছেন ১ হাজার মানুষ। ডেঙ্গুর এ ভয়ংকর রূপ সরকারকে নাড়িয়ে দিয়েছে। বদ্ধ পানির অনুসন্ধানে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ব্রাজিলের রিসার্চ ইনস্টিটিউট ‘অসওয়াল্ডো ক্রুজ ফাউন্ডেশন’ আগেই সতর্ক করেছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়ে যেতে পারে। এল নিনোর কারণে অত্যধিক তাপপ্রবাহ এবং প্রবল বৃষ্টি ডেঙ্গি মশার উপদ্রব আরও বাড়াতে পারে বলে সতর্কবার্তা শুনিয়েছেন তারা।

সর্বশেষ খবর