বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ আইফেল টাওয়ার

অনির্দিষ্টকালের জন্য বন্ধ আইফেল টাওয়ার

কর্মীদের ধর্মঘটের কারণে অচলাবস্থা তৈরি হয়েছে বিশ্বের অন্যতম পর্যটক আকর্ষণ আইফেল টাওয়ারে। টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ থাকছে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিখ্যাত ভাস্কর্যটি।

আইফেল টাওয়ারের আর্থিক ব্যবস্থাপনা ইস্যুতে সেখানের কর্মীরা সোমবার থেকে ধর্মঘট শুরু করেছেন। কর্মী ধর্মঘটের জেরে বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটন আকর্ষণ আইফেল টাওয়ার সোমবার বন্ধ করে দেওয়া হয়। গতকালও তা বন্ধ ছিল।

প্রসঙ্গত, দুই ?মাসে এ একই কারণে দুবার বন্ধ হলো আইফেল টাওয়ার। প্যারিসের সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্ক আইফেল টাওয়ার দেখতে বছরে প্রায় ৭০ লাখ দর্শক আসেন। যার প্রায় তিন-চতুর্থাংশ বিদেশি। এদিকে ২০২৪ অলিম্পিক প্যারিসে হবে। তাই আইফেল টাওয়ারে দর্শনার্থীদের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। এ অবস্থায় কর্মী ধর্মঘটের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল আইফেল টাওয়ার।

 

সর্বশেষ খবর