বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

গাজায় হত্যাযজ্ঞ চায় যুক্তরাষ্ট্র!

যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো

পাঁচ মাস ধরে ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তা থামাতে গোটা বিশ্ব অনুরোধ জানাচ্ছে যুদ্ধবিরতির। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এর আগে দুবার এ নিয়ে ভোট হয়। তাতে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। সর্বশেষ পরশু দিন ফের আলজেরিয়ার উত্থাপিত ‘গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে’ ভেটো প্রয়োগ করল আমেরিকা। অর্থাৎ যুক্তরাষ্ট্র সেখানে যুদ্ধবিরতি চায় না। বরং তারা ইসরায়েলি হত্যাযজ্ঞকে সমর্থন করে!

স্থানীয় সময় মঙ্গলবার যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্য পক্ষে ভোট দেয়। ভোটদান থেকে বিরত ছিল ব্রিটেন। প্রসঙ্গত, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের পাঁচটি দেশ স্থায়ী সদস্য। যাদের সবার যে কোনো প্রস্তাবে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর নিরাপত্তা পরিষদে ওঠা যুদ্ধবিরতির প্রস্তাবে এটি আমেরিকার তৃতীয়বার ভেটো প্রয়োগ। আলজেরিয়ার তোলা এই যুদ্ধবিরতির প্রস্তাবে আমেরিকা ভেটো দেবে সেটি আগে থেকেই স্পষ্ট ছিল। যুদ্ধবিরতির প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে ওঠার আগে আমেরিকা নিজেদের পক্ষ থেকে একটি পাল্টা প্রস্তাব দেয়। বলা হয়, ‘উপযুক্ত সময়ে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা হবে এবং ত্রাণের ওপর থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নিতে হবে। এর বদলে হামাসকে ইসরায়েলের সব পণবন্দিকে মুক্তি দিতে হবে।’

সর্বশেষ খবর