বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
বাক স্বাধীনতার সপক্ষে

নোবেল শান্তির জন্য মনোনীত ইলন মাস্ক

নোবেল শান্তির জন্য মনোনীত ইলন মাস্ক

বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে অন্যতম শান্তিতে নোবেল। মূলত রাজনীতি, শিক্ষা, সমাজে অবদানের জন্য প্রতি বছর এ পুরস্কার দেওয়া হয়। বাক স্বাধীনতার পক্ষে কাজ করা এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের পক্ষ নেওয়ায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন টেসলা এবং সামাজিক যোগাযোগ পরিসেবা এক্সের (সাবেক টুইটারের) মালিক ইলন মাস্ক। এ বিশেষ সম্মানের জন্য তাঁর নাম মনোনীত করেছেন নরওয়ের এমপি মারিয়াস নিলসেন। টেসলা, স্পেসএক্সের সিইও মাস্ক সোশ্যাল মিডিয়ায় বাক স্বাধীনতার ব্যবস্থা করেছেন। তাঁর প্রশংসা করেছেন মুক্তচিন্তার পক্ষে থাকা নরওয়ের এমপি নিলসেন। তিনি উল্লেখ করেছেন, বিশ্বে আলোচনা ও মুক্তচিন্তার জন্য   লড়াই করছেন মাস্ক।

সর্বশেষ খবর