শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভারতের উদ্বেগ বাড়িয়ে মালদ্বীপে চীনা ‘নজরদারি’ জাহাজ

ভারতের উদ্বেগ বাড়িয়ে মালদ্বীপে চীনা ‘নজরদারি’ জাহাজ

ভারতের উদ্বেগ বাড়িয়ে মালদ্বীপের জলসীমায় প্রবেশ করেছে চীনের ‘নজরদারি’ জাহাজ। দ্রুতই ‘শিয়াং ইয়াং হং-৩’ নামের ওই জাহাজটি মালদ্বীপের মালে বন্দরে নোঙর করবে বলে জানা গেছে। যদিও সেটিকে ‘সমুদ্র গবেষণা’ জাহাজ বলে দাবি করছে চীন সরকার। দুই মাস ধরে ভারত-মালদ্বীপ দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটেছে। এ আবহে দ্বীপরাষ্ট্রটিতে চীনা জাহাজের গতিবিধি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এ অবস্থায় ভারতীয় নৌবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দেশটির প্রশাসন। গত মাসে মালদ্বীপের তরফে বলা হয়েছিল, চীনের জাহাজটি গবেষণার জন্য আসছে না। বন্দর থেকে রসদ নিয়ে সেটি ফিরে যাবে। কিন্তু প্রথম থেকেই এ জাহাজটির ওপর নজর রাখছে ভারতীয় নৌবাহিনী। ভারত মহাসাগরে চীন গবেষণার নামে ‘গুপ্তচর’ মোতায়েন করছে বলে আগেও অভিযোগ করেছে ভারত। আশঙ্কা করা হচ্ছে, জাহাজটি শুধু মালদ্বীপের জলসীমায় থাকবে না। সেটি শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যেও ঘোরাফেরা করবে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভারত মহাসাগরের পূর্ব অঞ্চল বরাবর মালাক্কা প্রণালীতে গবেষণা চালানোর নামে নানা কার্যকলাপ চালাচ্ছে চীনের জাহাজ। যা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে।

সর্বশেষ খবর