শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পশ্চিমবঙ্গ থেকে নির্বাচনি প্রচারে নরেন্দ্র মোদি

পশ্চিমবঙ্গ থেকে নির্বাচনি প্রচারে নরেন্দ্র মোদি

ভারতে আর মাস দু-একের মধ্যে লোকসভা নির্বাচন। তা নিয়ে ইতোমধ্যে উত্তেজনা শুরু হয়েছে। আর প্রধানমন্ত্রী তাঁর লোকসভা নির্বাচনের প্রচার পশ্চিমবঙ্গ থেকেই শুরু করছেন বলে বিজেপিসূত্রে জানানো হয়েছে। এজন্য আগামী মাসে অর্থাৎ মার্চে অন্তত তিনটি সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদির। বিজেপিসূত্রে বলা হয়েছে, ১ মার্চ আরামবাগে সভা করবেন মোদি। এরপর ৬ মার্চ বারাসতে। এর মাঝে এক দিন কৃষ্ণনগরেও জনসভা করতে পারেন।

গত শনিবার দিল্লিতে বিজেপির দুই দিনের রাষ্ট্রীয় অধিবেশনের আয়োজন করা হয়েছিল। বাংলার নেতৃত্বের সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় নেতৃত্ব বারাসতে মহিলা সমাবেশের সিদ্ধান্ত নেন বলেই খবর বিজেপিসূত্রের। প্রথমে ঠিক হয়, ৭ মার্চ বারাসতে বিজেপির দলীয় সভায় উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি। পরে এক দিন এগিয়ে আনা হলো সে সভা। ২০১৯-এর নির্বাচনে ১৮টি আসন পেয়েছিল বিজেপি। সেবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২২। এবার তা বাড়িয়ে করা হয়েছে ৩৫। এ ৩৫ আসন পেতে মরিয়া বিজেপি। তাই প্রধানমন্ত্রীকে দিয়ে শুরু করা হচ্ছে প্রচার।

 

সর্বশেষ খবর