শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী মরিয়ম

পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী মরিয়ম

মরিয়ম নওয়াজ

পাকিস্তানে বিগত সাত দশকের ইতিহাসে এই প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন নওয়াজকন্যা মরিয়ম নওয়াজ। সদ্যসমাপ্ত জাতীয় পরিষদের নির্বাচনে পাঞ্জাব প্রদেশ থেকে যাঁরা জয়ী হয়েছেন, তাঁরা গতকাল শপথ নিয়েছেন। তাঁদের শপথ পড়িয়েছেন বিদায়ী স্পিকার সিবতাইন খান। এর মধ্য দিয়ে সংসদীয় রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো মরিয়ম নওয়াজের। জোট গঠনের টানাপড়েনের ইতি টেনে মঙ্গলবার মাঝরাতে সমঝোতায় আসে সে দেশের প্রধান দুই দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। সিদ্ধান্তের পর বুধবার বৈঠকে পিএমএল-এনের সিনিয়র সহসভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়মকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করা হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, গতকাল প্রথম প্রাদেশিক পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে পাঞ্জাবের নবনির্বাচিত সদস্যরা শপথ নেন। প্রথম দিনের অধিবেশনে ৩১৩ জন আইনপ্রণেতা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ২১৫ জন পিএমএল-এন এবং এর সহযোগী দলগুলোর। বাকি ৯৮ জন ছিলেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) সদস্য।

 

 

সর্বশেষ খবর