রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভূমধ্যসাগরে পাঁচ অভিবাসন প্রত্যাশীর প্রাণহানি

ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র মাল্টা উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে এক নারীসহ ওই পাঁচজনের লাশ। ইউরোপীয় দেশটির সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবারের এ দুর্ঘটনায় ২৯ অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আটজন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের দ্বীপরাষ্ট্রটির দক্ষিণে অবস্থিত একটি অভ্যর্থনা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীর পক্ষে কর্নেল এড্রিক জাহরা এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ভাগ্যবশত পাঁচ অভিবাসনপ্রত্যাশীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অন্য ভুক্তভোগীদের সন্ধানে অভিযান চলছে। ডুবে যাওয়া নৌকাটিতে মোট ৩৪ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। নৌকাটি লিবিয়া উপকূল থেকে ইউরোপের উদ্দেশে রওয়ানা দিয়েছিল। উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীরা সিরিয়া, মিসর, ঘানা এবং ইরিত্রিয়ার নাগরিক বলে দাবি করেছেন। শুক্রবার সকালে মাল্টিজ উপকূলের দক্ষিণে প্রায় সাড়ে ছয় কিলোমিটার দূরে নৌকাটি মূলত উদ্ধার অভিযান চলাকালে ডুবে যায়। কর্নেল এড্রিক বলেন, এ ধরনের নৌযান সাধারণত যাত্রীবোঝাই হয়। সম্ভবত আরোহীরা আতঙ্কে এক পাশ থেকে অন্য পাশে চলে গেলে নৌকাটি ভারসাম্য হারিয়ে ফেলেছিল। অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে নিয়োজিত দুই দাতব্য সংস্থা সি-ওয়াচ এবং অ্যালার্ম ফোন গত বছর দ্বীপরাষ্ট্র মাল্টার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ এনেছিল। তাদের অভিযোগ, মাল্টা বারবার সমুদ্রে উদ্ধারের দায়িত্বকে উপেক্ষা করে এবং কাছাকাছি থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার না করার নির্দেশ দিয়ে আসছে। এভাবে দেশটি মানুষের জীবন নিয়ে জুয়া খেলছে। এটি স্পষ্টত অসহযোগিতার নীতি।

সর্বশেষ খবর