মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শরীরে আগুন দিয়ে গাজায় হামলা বন্ধের দাবি মার্কিন বিমানবাহিনী সদস্যের

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ইসরায়েলি দূতাবাসের সামনে মার্কিন বিমানবাহিনীর সক্রিয় এক সদস্য নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রবিবার বিকালে এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, নিজেকে জ্বালানোর আগে ‘আমি আর গণহত্যায় জড়িত থাকব না’ বলে স্লোগান দিচ্ছিলেন তিনি। বিমান বাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষের সূত্র ধরে ওই ব্যক্তির নাম অ্যারন বুশনেল বলে জানা গেছে। উত্তর-পশ্চিম ডিসিতে দূতাবাসের সামনে ওই ব্যক্তি নিজের গায়ে আগুন ধরানোর পরে ডিসি ফায়ার এবং ইএমএসসহ মেট্রোপলিটন পুলিশ বিভাগ রবিবার বিকালে সিক্রেট সার্ভিসের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সিএনএনের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে যে, ওই সদস্য নিজেকে অ্যারন বুশনেল হিসেবে পরিচয় দেয় ওবং তাকে বলতে শোনা যায়, ‘আমি আর গণহত্যার সঙ্গে জড়িত থাকব না।’ তিনি আরও বলতে থাকেন যে গাজা অঞ্চলে প্যালেস্তাইনের মানুষ যে কষ্টে রয়েছে, তাদের সামনে তাঁর এই কষ্ট কিছুই নয়।’ মার্কিন বিমান বাহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন ‘আজকের ঘটনার জড়িত ব্যক্তিকে একটি স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল যেখানে তিনি গুরুতরভাবে দগ্ধ।

 

সর্বশেষ খবর