বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রেসিডেন্ট ক্ষমা করলেও গ্রহণ করবেন না ইমরান

প্রেসিডেন্ট ক্ষমা করলেও গ্রহণ করবেন না ইমরান

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। তাতে তার সমর্থিত প্রার্থীরা বেশি আসন পেলেও সরকার গঠন করতে পারেনি। কিন্তু তার প্রতি জনসমর্থন বেশি থাকায় জেলে থেকেও তিনি বেশ চাঙা মেজাজে আছেন। এর মধ্যে  সামাজিক বিভিন্ন যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন পক্ষ থেকে ইমরান খানের ক্ষমার দাবি উঠেছে। এসব যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট ড. আরিফ আলভি যেন ইমরানকে সাধারণ ক্ষমা করে দেন তার অনুরোধও আছে। কিন্তু এর বিরোধিতা করেছেন ইমরান খান নিজেই। পিটিআইয়ের মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্ট তাকে এমন কোনো ক্ষমা করলে তিনি তা গ্রহণ করবেন না। তিনি বলেন, যে কোনো আদালতের দেওয়া যে কোনো শাস্তি ক্ষমা করে দেওয়ার সাংবিধানিক ক্ষমতা আছে প্রেসিডেন্টের। কিন্তু কখনোই এমন ক্ষমা মেনে নেবেন না পিটিআই প্রতিষ্ঠাতা। যদিও গত বছর তোষাখানা মামলায় ইমরান খানের শাস্তি স্থগিত করেছে ইসলামাবাদ হাই কোর্ট।

সর্বশেষ খবর