বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সাগরতলে ‘হেঁটে বেড়ানো’ নতুন মাছের সন্ধান

সাগরতলে ‘হেঁটে বেড়ানো’ নতুন মাছের সন্ধান

মাছও হাঁটে। শুনতে অবাক লাগলেও গভীর সাগরে নতুন এক প্রজাতির মাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যেটি হাঁটতে পারে। শুধু মাছই নয়, অনুসন্ধানে এমন শতাধিক অদ্ভুত জীবের সন্ধান মিলেছে, যেগুলো সম্পর্কে বিজ্ঞানীরা আগে জানতেন না।

এমন তথ্য জানিয়ে গতকাল ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রতিবেদনে বলা হয়, মাছটির গায়ের রঙ টকটকে লাল এবং আকারেও ছোট। আর এটির মাথা থেকে পেট পর্যন্ত অংশটি গোলাকার বস্তুর মতো ফাঁপা। দেহের এ অংশটি অনেকটা হাতে বোনা শালের (চাদর) মতো, পাশাপাশি তা সুইয়ের মতো অসংখ্য কাঁটাযুক্ত। বিজ্ঞানীদের সাগরতলের এ অনুসন্ধান অভিযান শুরু হয় এ বছরের শুরুতে। তারা চিলির কাছে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি অংশে এ অনুসন্ধান চালান।

সর্বশেষ খবর