বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দক্ষিণ কোরিয়ায় জন্মহার সর্বকালের সর্বনিম্নে

সর্বকালের সর্বনিম্নে নেমে এসেছে দক্ষিণ কোরিয়ায় জন্ম হার। দেশটির সরকার গতকাল এ তথ্য জানিয়েছে। জন্মহার বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরও দেশটিতে জন্মহার রেকর্ড পরিমাণ কমে গেছে।  দক্ষিণ কোরিয়ার সরকারি পরিসংখ্যানের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, দেশটির জন্মহার ২০২৩ সালে ০.৭২ শতাংশে নেমে এসেছে। যা আগের বছরের তুলনায় প্রায় আট শতাংশ কম। যদিও বর্তমানের ৫ কোটি ১০ লাখ জনসংখ্যা বজায় রাখতে ২.১ শতাংশ শিশু জন্মের প্রয়োজন।

বর্তমানের এ জন্মহার অব্যাহত থাকলে দক্ষিণ কোরিয়ায় ২১০০ সাল নাগাদ জনসংখ্যা দাঁড়াবে ২ কোটি ৬৮ লাখে। দক্ষিণ কোরীয় সরকার শিশু জন্মদানে উৎসাহিত করতে হাজার হাজার বিলিয়ন ডলার খরচ করছে। তবুও ২০২৩ সালে জন্ম নেওয়া শিশুর হার ১৯৭০ সালের পর সবচেয়ে কম। বিশেষজ্ঞরা বলছেন, সন্তান না নেওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- সন্তান লালন পালনের উচ্চ খরচ, সম্পত্তির মূল্য বৃদ্ধিসহ ব্যাপক প্রতিযোগিতামূলক সমাজে ভালো বেতনের চাকরির অনিশ্চিয়তা।

সর্বশেষ খবর