শিরোনাম
শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সেই শাহজাহান পুলিশ রিমান্ডে সন্দেশখালিতে উৎসব

সেই শাহজাহান পুলিশ রিমান্ডে সন্দেশখালিতে উৎসব

শাহজাহান শেখ

পশ্চিমবঙ্গের সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনসহ নানা অভিযোগ করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। তাকে অবশেষে গতকাল ভোররাতে গ্রেফতার করেছে পুলিশ। বসিরহাট আদালত তাকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন। আদালত প্রাঙ্গণ থেকেই তাকে সোজা কলকাতায় সিআইডি দফতরে নিয়ে আসা হয়েছে। তবে স্থানীয় মানুষের ওপরে নির্যাতনের মামলায় নয়, কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্মকর্তাদের ওপরে হামলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত ৫ জানুয়ারি শাহজাহান শেখের বাড়িতে কেন্দ্রীয় অর্থ দফতরের তদন্ত শাখা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির কর্মকর্তারা গিয়েছিলেন তল্লাশি চালাতে। রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার ঘনিষ্ঠতার অভিযোগে ওই তল্লাশিতে গিয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির কর্মকর্তারা। তবে কিছুক্ষণের মধ্যেই শাহজাহান শেখের বাড়িতে কয়েক শ নারী-পুরুষ জড়ো হয়ে ওই কেন্দ্রীয় কর্মকর্তাবৃন্দ, তাদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর সদস্য এবং সংবাদমাধ্যমের কর্মীদের ব্যাপক মারধর করে। শেখ শাহজাহানের গ্রেফতারি দাবি নিয়ে একের পর এক আন্দোলন হয়েছে সন্দেশখালিতে।

শুধু তাই নয়, বিভিন্ন রাজনৈতিক দলও বারবার সওয়াল তুলেছিল শেখ শাহজাহানের গ্রেফতার নিয়ে। শাহজাহান সম্পর্কে আদালতের পর্যবেক্ষণ নিয়ে দৃষ্টি আকর্ষণ করলেন শেখ শাহজাহানের আইনজীবী সব্যসাচী বন্দোপাধ্যায়। এদিন প্রধান বিচারপতি বলেন, ‘আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আপনি ওকালতনামা ফাইল করছেন তার মানে আপনি ওই ব্যক্তির সবকিছু জানতেন।’

 

সর্বশেষ খবর