শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

এবার ইলিনয় অঙ্গরাজ্যের ব্যালটে অযোগ্য ট্রাম্প

এবার ইলিনয় অঙ্গরাজ্যের ব্যালটে অযোগ্য ট্রাম্প

এবার যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের রিপাবলিকান প্রাইমারির ব্যালট থেকে বাদ পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার ইলিনয়ের এক বিচারক সাবেক এ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ওই রায় দিয়েছেন। রায়ে তিনি স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যাতে ট্রাম্পের নাম প্রার্থীর তালিকা থেকে বাদ দেওয়া হয়। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল দাঙায় তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকার জন্য এ রুল দিয়েছেন আদালত।

বুধবার বিচারক ট্রেসি পোর্টার বলেন, ক্যাপিটল হিল দাঙায় ট্রাম্পের যে ভূমিকা রয়েছে তা তাকে ইলিনয় থেকে পুনর্র্নিবাচিত হওয়ার জন্য অযোগ্য হিসেবে চিহ্নিত করেছে। এ নারী বিচারক মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনের কথা তুলে ধরেন। ওই সংশোধনে বলা আছে, কোনো কর্মকর্তা যদি ‘বিদ্রোহে’ যুক্ত থাকেন তাহলে তিনি সব ধরনের সামরিক ও সরকারি দায়িত্বের জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। এর আগে মেইন ও কলোরাডো অঙ্গরাজ্যেও প্রাইমারি ব্যালটে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করেছেন আদালত। ট্রাম্প আপিল করায় দুটি সিদ্ধান্তই স্থগিত রয়েছে।

 

সর্বশেষ খবর