শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

আলোচনার মধ্যেই সীমাবদ্ধ গাজায় যুদ্ধবিরতি

গাজায় যুদ্ধবিরতি চুক্তির কাজ প্রায় শেষের দিকে। এ সপ্তাহের শুরুতে নিউইয়র্কে এ কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিরতির প্রত্যাশা নিয়ে তিনি আরও বলেছিলেন, আগামী সোমবার থেকে যুদ্ধবিরতি হতে পারে। তবে গতকাল আলজাজিরা জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির জন্য ছয় সপ্তাহের একটি প্রস্তাব যাচাইবাছাই করছে মিসর, কাতার ও যুক্তরাষ্ট্র। গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বশেষ উদ্যোগ হিসেবে হামাসকে এ প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি কার্যকর করতে কয়েকদিন ধরে কাতারে আলোচনা করছেন ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা। হামাস ও ইসরায়েলের মতবিরোধের ওপর ভিত্তি করে মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, গাজা যুদ্ধবিরতির বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি, তবে আলোচনা চলছে। মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের প্রস্তাব বিবেচনা করছে হামাস। এ প্রস্তাবে ৪০ দিনের যুদ্ধবিরতি নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এ বিরতিতে গাজায় ত্রাণসহায়তার পাশাপাশি প্রায় ৪০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি দেবে ইসরায়েল। বিনিময়ে প্রায় ৪০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস।

 

সর্বশেষ খবর