শিরোনাম
শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা
লোকসভা নির্বাচন

তৃণমূলের বিরুদ্ধে স্বজন তোষণের অভিযোগ নরেন্দ্র মোদির

কলকাতা প্রতিনিধি

তৃণমূলের বিরুদ্ধে স্বজন তোষণের অভিযোগ নরেন্দ্র মোদির

ভারতে লোকসভার দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি কিন্তু তার আগেই কার্যত পশ্চিমবঙ্গ থেকে নির্বাচনি প্রচারা শুরু করে দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল রাজ্যটির হুগলি জেলার আরামবাগে এক দলীয় সভা থেকে বক্তব্যের শুরুতেই তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে দুর্নীতি, আইনশৃঙ্খলার অবনতি, নারীদের ওপর অত্যাচার, গরিব মানুষদের রুপি লুটের অভিযোগ তুলে এই সরকারকে উৎখাতের ডাক দিলেন প্রধানমন্ত্রী। তিনি বললেন, ‘পশ্চিমবঙ্গে উন্নয়ন হলে তবেই গোটা ভারতের উন্নয়ন সম্ভব। এর জন্য প্রয়োজন আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টা আসনেই যাতে পদ্মফুল ফোটে।’ তৃণমূলের মুসলিম ভোট ব্যাংক প্রসঙ্গ টেনে মোদি এও বলেন, ‘তৃণমূলের অহংকার ওদের পাশে একটা নিশ্চিত ভোট ব্যাংক আছে। কিন্তু এবার এই অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। এবার মুসলিম মা, বোনেরা তৃণমূলের গুন্ডারাজকে উপড়ে ফেলার জন্য আগে এগিয়ে আসবে। এই লোকসভা নির্বাচনের ফলাফলেই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারের বিদায় হবে। ওদের পরাজয়ের কাউন্টডাউন শুরু হয়ে যাবে।’ এদিনের মঞ্চ থেকে মোদি স্লোগান দেন ‘এইবার’ জবাবে দর্শকদের কাছ থেকে উত্তর আসে ‘৪০০ পার’।

এদিন মঞ্চে প্রায় আধ ঘণ্টা বক্তব্য রাখেন মোদি, যার মধ্যে বেশির ভাগটাই ছিল সন্দেশখালি প্রসঙ্গ।

গত প্রায় দুই মাস ধরে সেখানে জোর করে জমি দখল, নারীদের ওপর অত্যাচার, নিপীড়নের ঘটনা ঘটেছে। মোদি বলেন, ‘মা-মাটি-মানুষের ঢোল পেটানো তৃণমূল সরকার সন্দেশখালির মা-বোনেদের সঙ্গে যা করেছে, তা দেখে গোটা দেশ দুঃখ পেয়েছে, ক্ষুব্ধ হয়েছে। রাজা রামমোহন রায়ের আত্মা যেখানেই থাকুক না কেন, এই জিনিস দেখলে তার আত্মাও কেঁদে উঠত।’

তিনি আরও বলেন, ‘তৃণমূলের নেতারা মা-বোনেদের সঙ্গে যা করেছে তা সব সীমা পার করেছে। তারা মমতা ব্যানার্জির কাছে সাহায্য চাইলেও বদলে মুখ্যমন্ত্রী অভিযুক্ত নেতাদের বাঁচাতে কাজ করেছেন। অবশেষে বিজেপি নেতাদের আন্দোলনের ফলে অভিযুক্ত (শাহজাহান শেখ)-কে আটক করতে বাধ্য হয়েছে।’

সর্বশেষ খবর