সোমবার, ৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

হাই কোর্ট ছেড়ে রাজনীতির মাঠে বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়

হাই কোর্ট ছেড়ে রাজনীতির মাঠে বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়

পশ্চিমবঙ্গের আলোচিত বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কলকাতা হাই কোর্টের দুদে বিচারক। তবে গতকাল তার এক সাক্ষাৎকারের পর পুরো পশ্চিমবঙ্গেই আলোচনার জন্ম দিয়েছেন। গতকাল এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিচারপতি জানান, কলকাতা হাই কোর্টে তার শেষ দিন সোমবার। তার হাতে যে কটি মামলা রয়েছে, সোমবার সেগুলো ছেড়ে দেবেন। তার পর মঙ্গলবার তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠাবেন। তার পরই তিনি রাজনীতির ময়দানে যাবেন। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উত্তরের অপেক্ষা না রাজ্যে জল্পনা শুরু হয়েছে কোন দলে নাম লেখাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কারণ তাকে একাধিকবার আক্রমণ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, তিনি বিজেপির টিকিটে ভোটে লড়তে পারেন। অন্যদিকে শুভেন্দুর বার্তা বৃহস্পতিবার বিজেপিতে বড় যোগদান। এসব কথা দুয়ে দুয়ে চার করে অনেকে ধরে নিয়েছেন ৭ মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এটা ভুলে গেলে চলবে না সিপিএমের সঙ্গেও ঘনিষ্ঠতা রয়েছে। তবে সিপিএমের কোনো নেতা তাকে নিয়ে এ জাতীয় মন্তব্য করেননি। তাই সিপিএমকে নিয়ে জল্পনা কিছুটা হলেও কম হচ্ছে। শাসক দল তৃণমূলের সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বন্দ্ব নিয়োগ দুর্নীতির মামলা নিয়ে। রাজ্যের একাধিক নেতা মন্ত্রী তাকে একাধিকবার নিশানা করেছেন। কটাক্ষ করেছেন। এ দিন সাক্ষাৎকারে তা নিয়েও নিজের মনের কথা জানিয়েছেন বিচারপতি। তাতে তৃণমূলের বিরুদ্ধে উষ্মাই প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর