সোমবার, ৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ওডেসায় রুশ ড্রোন হামলায় নিহত ১০

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী ওডেসায় রুশ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রুশ হামলার এক দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে মা ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী ওডেসায় ড্রোন হামলা করে রুশ বাহিনী। ইউক্রেনের প্রধান জরুরি পরিষেবার একটি স্থানীয় শাখা গতকাল বলেছে, ওডেসার ধ্বংসস্তূপে আরও চারজন আটকা পড়ে থাকতে পারে। ক্ষতিগ্রস্তদের জন্য এক দিনের শোক ঘোষণা করে স্থানীয় গভর্নর ওলেহ কিপার বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা পড়া মানুষকে খুঁজছেন উদ্ধারকর্মীরা। শাহেদ ড্রোন দিয়ে হামলা করেছিল রাশিয়া। এই ড্রোন ইরানের তৈরি। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই এ দূরপাল্লার ড্রোন দিয়ে হামলা করে আসছে রাশিয়া। এদিকে ক্রিমিয়া উপদ্বীপের বেশ কয়েকটি এলাকায় ৩৮টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই ড্রোনগুলো ধ্বংস করেছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষামন্ত্রী। গতকাল ফিওডোসিয়া বন্দরে শক্তিশালী বিস্ফোরণের খবর জানিয়েছে ইউক্রেন এবং রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম।

সর্বশেষ খবর