সোমবার, ৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

‘এ বছরই পরমাণু বোমার পরীক্ষা চালাবে ইরান’

চলতি বছরেই পরমাণু বোমার পরীক্ষা চালাতে পারে ইরান। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের সাবেক এক কর্মকর্তা এ দাবি করেছেন। তিনি বলেন, বছরের শেষের দিকে হয়তো এ পরীক্ষা চালানো হবে এবং তা এক বা একাধিক পরীক্ষা হবে।

ফক্স নিউজের খবরে বলা হয়, রবার্ট গ্রিনওয়ে নামের ওই কর্মকর্তা বর্তমানে ওয়াশিংটনের হেরিটেজ ফাউন্ডেশনে সিনিয়র উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন। ফক্স নিউজের ‘লাইফ, লিবার্টি অ্যান্ড লেভিন’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বাইডেন প্রশাসন ইরানের বিরুদ্ধে যথেষ্ট নিষেধাজ্ঞা আরোপ করছে না। এ সুযোগে ইরানের রাইসি প্রশাসন তাদের পরমাণু বোমা তৈরির উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছে। গ্রিনওয়ে বলেন, ইরান সফলতা থেকে মাত্র এক চুল দূরে রয়েছে। গ্রিনওয়ে আরও বলেন, কিছু বিশ্লেষক মনে করেন যে, ইরান এরই মধ্যে এ পরমাণু বোমা দিয়ে কীভাবে ইসরায়েলসহ ইউরোপে আঘাত   হানা যায়, তা নিয়ে কাজ করছে। উত্তর কোরিয়ার কোনো মিসাইল  দিয়ে ইরান এ পরমাণু বোমা হামলা চালাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ খবর