মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

রাজধানীতে এসে থামল ট্রাম্পের বিজয়রথ

রাজধানীতে এসে থামল ট্রাম্পের বিজয়রথ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জোর ঝটকা খেলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রার্থী বাছাই নির্বাচনের লড়াইয়ে রাজধানীতে এসে থমকে গেছে ট্রাম্পের বিজয়রথ। আর প্রথমবার জয় পেলেন নিকি হ্যালি। রিপাবলিকান দলে ট্রাম্পের প্রধান প্রতিপক্ষ তিনিই।

রবিবার আমেরিকার রাজধানী ওয়াশিংটনে রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন নিকি। ওয়াশিংটন কট্টর ডেমোক্র্যাটপন্থিদের শহর। সেখানে রিপাবলিকানের সংখ্যা সামান্যই। সিএনএনের পরিসংখ্যান বলছে, ওয়াশিংটনে নথিভুক্ত রিপাবলিকানের সংখ্যা মাত্র ২২ হাজার। সেখানে ট্রাম্প ৩৩.২ এবং নিকি ৬২.৯ শতাংশ ভোট পেয়েছেন। অবশ্য ওয়াশিংটন ডিসিতে হার হলেও অন্য ক্ষেত্রগুলোতে রিপাবলিকান প্রার্থী বাছাইয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে জিতে নজির তৈরি করেছেন। তিনিই প্রথম নারী, যিনি রিপাবলিকান পার্টির কোনো প্রাইমারিতে জয়ী হয়েছেন।

রবিবার ওয়াশিংটনের ফলাফল প্রকাশ্যে আসার পর আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থীর লড়াই কিছুটা হলেও জমে গিয়েছে বলে মনে করছেন কেউ কেউ। কারণ সামনে রয়েছে ‘সুপার’ মঙ্গলবার। রিপাবলিকান প্রাইমারির নিরিখে এ দিনটির তাৎপর্য গুরুত্বপূর্ণ। আমেরিকার ১৫টি প্রদেশে একসঙ্গে ভোট হবে আজ।

ট্রাম্প না নিক্কি, ওই ১৫ প্রদেশ কার পক্ষে রায় দেয়, তা ঠিক করে দেবে আগামী নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী বাইডেনের বিপরীতে কে ভোটে দাঁড়াবেন।

 

সর্বশেষ খবর