মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

মিলেমিশে মহাকাশে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মহাকাশচারীরা

মিলেমিশে মহাকাশে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মহাকাশচারীরা

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এ মুহূর্তে তলানিতে। তবে মহাশূন্যের ব্যাপারে এ দুই দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক বেশ মধুর। তার প্রমাণ মিলল আবারও। তিনজন মার্কিন ও একজন রুশ মহাকাশচারী নিয়ে স্পেসএক্সের একটি রকেট যাত্রা শুরু করেছে। পৃথিবীর কক্ষপথে ছয় মাসের মিশন শুরু করতে দলটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যাচ্ছে। আজ তারা কক্ষপথে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। রবিবার রাতে নাসার কেনেডি স্পেস সেন্টার কেপ ক্যানাভেরাল থেকে রকেটটি উড্ডয়ন করে। দুই স্তরের ফ্যালকন ৯ রকেটটি একটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত এনডেভার নামে পরিচিত ক্রু ড্রাগন ক্যাপসুলের সঙ্গে সংযুক্ত। এর আগে শনিবার প্রচণ্ড বাতাসের জন্য মিশনটি চালু করার প্রথম প্রচেষ্টা স্থগিত করা হয়। এবারের নভোযানটি ব্যক্তি মালিকানাধীন। ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স তৈরি করা। অংশ নেওয়া চারজন ক্রু এর মধ্যে তিনজনের জন্য এটি প্রথম মহাকাশ অভিযান। মিশন কমান্ডার ৪২ বছর বয়সী ম্যাথিউ ডমিনিক নৌবাহিনীর সাবেক পাইলট। ৫৩ বছর বয়সী জেনেট এপস এর আগে ফোর্ড মোটর ও সিআইএতে কাজ করেছিলেন। রাশিয়ান আলেকজান্ডার গ্রেবেনকিন (৪১) একজন সাবেক সামরিক বিমান প্রকৌশলী। ক্রুদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ হলেন ৬৪ বছর বয়সী মাইকেল ব্যারেট। যিনি এর আগে দুবার মহাকাশ স্টেশনে পরিদর্শন করেছেন।

সর্বশেষ খবর