বুধবার, ৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

আরও রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের

কৃষ্ণ সাগরে আরেকটি রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। গতকাল ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা বলেছে, সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে রাশিয়ার টহল জাহাজ সের্গেই কটবকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এ হামলায় ব্যবহার করা হয়েছে ম্যাগুরা ভি-ফাইভ নামের মনুষ্যবিহীন নৌযান। যা ইউক্রেনের তৈরি এবং এতে বিস্ফোরক ছিল। ইউক্রেন আরও বলেছে, টহল জাহাজটি কার্চ প্রণালির কাছাকাছি ছিল। এই জাহাজ ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৬০ জন ক্রু পরিবহন করতে পারে। রাশিয়ার পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলার পর থেকে ভুয়া তথ্যের প্রচার বেড়েছে। প্রায় দেড় হাজার কিলোমিটার রণক্ষেত্রে রুশ সেনাবাহিনীকে ঠেকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে ইউক্রেনীয় সেনারা। গত মাসেও ইউক্রেন দাবি করেছিল সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালিয়ে রাশিয়ার দুটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে তারা। তবে রুশ যুদ্ধজাহাজের ডুবে যাওয়া মস্কোর জন্য বিব্রতকর।

 

 

 

 

সর্বশেষ খবর