বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

কলকাতায় গঙ্গার নিচ দিয়ে যাত্রা শুরু মেট্রোরেলের

কলকাতায় গঙ্গার নিচ দিয়ে যাত্রা শুরু মেট্রোরেলের

ভারতে প্রথমবারের মতো নদীর তলদেশ দিয়ে চালু হলো মেট্রোরেল। আর এ ইতিহাসে নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। গঙ্গা নদীর নিচ দিয়ে মেট্রো চলাচল শুরু হতে যাচ্ছে কলকাতা শহরে। গতকাল গঙ্গা নদীর নিচ দিয়ে মেট্রো চলাচল উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আনন্দবাজার অনলাইন জানিয়েছে, পূর্ব-পশ্চিম মেট্রোর এ রুটের জন্য হুগলি নদীর জলস্তর থেকে ৩৩ মিটার নিচে জোড়া সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। নদীখাত থেকে আরও ১৩ মিটার নিচে পলিমাটির ভিতর দিয়ে গেছে সুড়ঙ্গ দুটি। এ সুড়ঙ্গ দুটি দিয়ে মেট্রো ট্রেনের যাত্রীরা হুগলি নদীর নিচ দিয়ে এপার-ওপার যাবেন। এনডিটিভি জানিয়েছে, উদ্বোধনের পর মোদি মেট্রোতে চড়ে ভ্রমণ করেন। গণমাধ্যমে আসা এ সময়ের একটি ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রীকে মেট্রোতে বসে একদল স্কুল শিক্ষার্থীর সঙ্গে কথাবার্তা বলতে দেখা গেছে। এ পথ দুটি হলো কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় সম্প্রসারিত পথ এবং তারাতলা মাঝেরহাটের সম্প্রসারিত মেট্রো পথ। ধর্মতলা-হাওড়া মেট্রো পথের উদ্বোধনের ফলে এ হাওড়া থেকে ধর্মতলা ৮ মিনিটে এবং হাওড়া থেকে শিয়ালদাহ ১১ মিনিটে যাওয়া যাবে। ১৯৮৪ সালের ২৪ অক্টোবর কলকাতা শহরে প্রথম মেট্রো চলাচল শুরু হয়।

সর্বশেষ খবর