শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ইসরায়েলের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নিতে আইসিজের প্রতি আহ্বান

ইসরায়েলের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নিতে আইসিজের প্রতি আহ্বান

দক্ষিণ আফ্রিকা গাজার ব্যাপক অনাহার নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নিতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) বুধবার একটি আবেদন জমা দিয়েছে। দক্ষিণ আফ্রিকা এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইসিজেকে আরও জরুরি পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছে। এর আগে ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা আবেদন জানালে তা নাকচ হয়ে যায়। জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয়কারীর কার্যালয়ের বরাত দিয়ে প্রিটোরিয়া তার আবেদনে বলেছে, প্রায় দুর্ভিক্ষের কাছে থাকা এবং ইতোমধ্যে অনাহারে মারা যাওয়া গাজার জনগণকে রক্ষায় এ আবেদন হতে পারে শেষ সুযোগ।

দক্ষিণ আফ্রিকা অভিযোগ করে বলেছে, জেনোসাইড কনভেনশন ও আদালতের আদেশ লঙ্ঘন করে ইসরায়েলের চালানো ইচ্ছাকৃত হামলার সরাসরি ফলাফল হচ্ছে- ফিলিস্তিনি শিশুদের ক্ষুধায় মৃত্যুবরণ।

প্রিটোরিয়া অবিলম্বে যুদ্ধ বন্ধ, সব জিম্মির মুক্তি ও গাজায় ইসরায়েলের অবরোধের অবসানসহ জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে।

এদিকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার কারণে সেখানে দুর্ভিক্ষ অনিবার্য বলে সতর্ক করেছে জাতিসংঘ।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। এরপরই ইসরায়েল গাজায় পাল্টা হামলা চালাতে শুরু করে, যা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৩০ হাজার ৭১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের অধিকাংশই নারী ও শিশু।

সর্বশেষ খবর