শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা
কাশ্মীরে জনসভায় মোদি

জম্মু-কাশ্মীর এখন মুক্তির শ্বাস নিচ্ছে

জম্মু-কাশ্মীর এখন মুক্তির শ্বাস নিচ্ছে

নরেন্দ্র মোদি

সংবিধানের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর প্রথমবারের মতো কাশ্মীরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ‘এটা নতুন কাশ্মীর। এই কাশ্মীর দেখার জন্য দশকের পর দশক অপেক্ষায় ছিলাম।’

জম্মু-কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের বক্সি স্টেডিয়ামের জনসভায় গতকাল এই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর জম্মু-কাশ্মীর এখন মুক্তির শ্বাস নিচ্ছে। এখন কোনো নিষেধাজ্ঞা নেই। বাধাবিপত্তি নেই। জম্মু-কাশ্মীর আজ উন্নয়নের নতুন সোপানে চড়েছে। তাই এখানকার যুব সম্প্রদায়ের প্রতিভাও সম্মান পাচ্ছে। তাঁরা নতুন সুযোগও পাচ্ছেন।

বিরোধী কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স ও পিডিপির নাম করে তিনি বলেন, এসব দল এত দিন ধরে রাজনৈতিক স্বার্থে ৩৭০ অনুচ্ছেদ নিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে। মানুষ তা বুঝে গেছে। সত্যটা জেনে গেছে। আজ সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা পেয়েছে। সবার জন্য সমান সুযোগ চলে এসেছে। বিশেষ মর্যাদা প্রত্যাহার ও রাজ্য দ্বিখণ্ডিত হওয়ার পর মোদি গত ২০ ফেব্রুয়ারি জম্মু গিয়েছিলেন। উপত্যকায় এই প্রথম। মোদি বলেন, জম্মু-কাশ্মীর দেশের মাথা। বিকশিত ভারত প্রকল্পে এই জম্মু-কাশ্মীর অগ্রাধিকার পাবে।

দেশের মানুষ বিয়ে উপলক্ষে যাতে বিদেশে বিপুল টাকা খরচ না করেন, সে জন্য মোদি কিছুদিন আগেই আবেদন জানিয়েছিলেন। বলেছিলেন, দেশেই বহু স্থান রয়েছে, যেখানে বিয়ের আয়োজন করা যায়। সেই প্রসঙ্গে মোদি তাঁর ভাষণে জম্মু-কাশ্মীরের নাম করেন।

মোদি বলেন, ‘আমি চাই দেশের মানুষ দেশেই বিয়ের আয়োজন করুন। ওয়েড ইন ইন্ডিয়া। তাঁরা জম্মু-কাশ্মীরে আসুন। জি২০ সম্মেলন জম্মু-কাশ্মীরে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। অথচ একটা সময় ছিল, যখন মানুষ কাশ্মীরের নাম শুনলে ভয়ে পিছিয়ে যেত। আজ ২ কোটি পর্যটক কাশ্মীরে এসে সব রেকর্ড ভেঙে দিয়েছে।’

সর্বশেষ খবর