শনিবার, ৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

রাশিয়ার কাছে মাথা নত করবে না যুক্তরাষ্ট্র : বাইডেন

রাশিয়ার কাছে মাথা নত করবে না যুক্তরাষ্ট্র : বাইডেন

বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার রাতে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বলেছেন, রাশিয়ার সঙ্গে সংঘাতে ইউক্রেনকে সমর্থন দেওয়া বন্ধ করবে না যুক্তরাষ্ট্র। তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিনকে আমি অনেক দিন ধরে চিনি। তার প্রতি আমার বার্তা খুব সাধারণ : আমরা এখান থেকে সরে যাব না। আমরা মাথা নত করব না।

বাইডেনের দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপজুড়ে বিশৃঙ্খলার বীজ বপন করতে উঠেপড়ে লেগেছেন।

কংগ্রেসকে বাইডেন বলেন, এ কক্ষে কেউ যদি মনে করেন পুতিন ইউক্রেনে থামবেন, আমি আপনাদের আশ্বস্ত করছি তিনি তা করবেন না। তিনি কিয়েভে অতিরিক্ত সামরিক সহায়তা বন্ধ না করার জন্য হাউস রিপাবলিকানদের কাছে তার আবেদন পুনর্নবীকরণ করেছেন।

আমরা যদি ইউক্রেনের পাশে দাঁড়াই এবং আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করি তবে ইউক্রেন পুতিনকে থামাতে পারে। ইউএস ক্যাপিটলে আইনপ্রণেতা এবং বিদেশি গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশে বাইডেন বলেন, রাশিয়ার বিরুদ্ধে সরাসরি লড়াই করার জন্য আমেরিকান সেনা পাঠানোর তার প্রশাসনের কোনো পরিকল্পনা নেই।

বাইডেন বলেন, ইউক্রেরিয়ানরা আমেরিকান সৈন্য চাইছে না। প্রকৃতপক্ষে, ইউক্রেন যুদ্ধে কোনো আমেরিকান সৈন্য নেই এবং আমি এটি সেভাবেই রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

 

সর্বশেষ খবর