শনিবার, ৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

মস্কোতে হামলা হতে পারে : যুক্তরাষ্ট্র

মস্কোতে হামলা হতে পারে : যুক্তরাষ্ট্র

মস্কোর মার্কিন দূতাবাস সতর্ক করে বলেছে, ‘চরমপন্থিরা রাশিয়ার রাজধানীতে হামলার পরিকল্পনা করছে। এটা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে পারে।

গতকাল স্থানীয় সময় ভোরে মার্কিন কূটনৈতিক মিশন তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, মস্কোতে বড় জমায়েতকে লক্ষ্যবস্তু (টার্গেট) করার আসন্ন পরিকল্পনা রয়েছে এবং মার্কিন নাগরিকদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বড় জমায়েত এড়িয়ে চলা উচিত।

বিবৃতিতে আমেরিকানদের সতর্ক থাকার এবং ‘আপডেটের জন্য স্থানীয় গণমাধ্যমের ওপর নজর রাখার’ আহ্বান জানানো হয়েছে।

দূতাবাস সতর্কতার বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি। রুশ কর্তৃপক্ষ এই নোটিসের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। আরটির খবরে বলা হয়েছে, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে যখন চরম উত্তেজনা চলছে তখন এই সতর্কতা জারি করা হলো।

বৃহস্পতিবার, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকান রাষ্ট্রদূত লিন ট্রেসিকে তলব করে। মার্কিন অর্থায়নে পরিচালিত তিনটি এনজিওর সঙ্গে দূতাবাসকে সব সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে মস্কো। সম্প্রতি রাশিয়ায় ওই তিনটি এনজিও নিষিদ্ধ করা হয়।

সর্বশেষ খবর