সোমবার, ১১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

তৃণমূলের প্রার্থী তালিকায় চমক

লোকসভা নির্বাচন

কলকাতা প্রতিনিধি

আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। এ জন্য গতকাল কলকাতা ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন সভা’র আয়োজন করে তৃণমূল। সেখান থেকে রাজ্যের ৪২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাতিজা ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি একে একে প্রার্থীদের নাম ঘোষণা করেন। নবীন এবং প্রবীণের সমন্বয়ে এই প্রার্থী তালিকায় যে রকম বর্তমান সাংসদদের অনেকেই আছেন, তেমনি অনেক নতুন মুখ স্থান পেয়েছেন। দলে একাধিক সেলিব্রিটি প্রার্থীকেও জায়গা দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের দুই সাবেক তারকা সদস্যও টিকিট পেয়েছেন। এরা হলেন ইউসুফ পাঠান ও কীর্তি আজাদ। বহরমপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ইউসুফ পাঠানকে এবং বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন কীর্তি আজাদ। এবার বাদ পড়েছেন মিমি চক্রবর্তী। তবে এবার জায়গা পেয়েছেন দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি। এই প্রথম তৃণমূলের ব্রিগেড মঞ্চে ফ্যাশন শোর আদলে ‘র‌্যাম্প’-এর আয়োজন করা হয়েছিল। মূল মঞ্চ থেকে প্রায় ৩২০ ফুট লম্বা এই র‌্যাম্পে হেঁটে প্রার্থীদের সঙ্গে নিয়ে দলের কর্মী, সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন মমতা।

সর্বশেষ খবর