শিরোনাম
মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

পাকিস্তানে মেয়েকে ফার্স্ট লেডি করলেন প্রেসিডেন্ট জারদারি

পাকিস্তানে মেয়েকে ফার্স্ট লেডি করলেন প্রেসিডেন্ট জারদারি

বাবা আসিফ আলী জারদারির সঙ্গে আসিফা

সাধারণত প্রেসিডেন্টের স্ত্রীই দেশের ফার্স্ট লেডির তকমায় ভূষিত হন। প্রোটোকল অনুযায়ী সব সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেন তিনি। তবে পাকিস্তানে এবার ঘটছে অন্য ঘটনা। প্রথমবার কোনো প্রেসিডেন্টের মেয়ের ফার্স্ট লেডির তকমা পেতে চলেছেন। পাকিস্তানের নিহত প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলি জারদারি দ্বিতীয় বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। স্ত্রী না থাকায় ছোট মেয়ে আসিফা ভুট্টো জারদারিকেই ফার্স্ট লেডি ঘোষণা করা হয়েছে। ২০০৭ সালে তাঁর স্ত্রী বেনজির ভুট্টো বোমা ও বন্দুক হামলায় নিহত হন। সেবার সহানুভূতির ভোটে প্রথমবার প্রেসিডেন্টের আসনে বসেন তিনি। ‘মিস্টার টেন পার্সেন্ট’-কুখ্যাতিও রয়েছে তাঁর ঝুলিতে। অভিযোগ তিনি নাকি রাবার ও স্ট্যাম্প চুক্তি ভাগ নিতেন। তবে সে যাই হোক না কেন এবার দেশটিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠন করতে পারেনি। এই সুযোগকে কাজে লাগিয়ে সরকার গঠন করে পাকিস্তান মুসলিম লীগ (এন)। আর প্রেসিডেন্ট পদ দখল করে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন জারদারি। বর্তমানে তাঁর বয়স ৬৮ বছর। দ্বিতীয়বার প্রেসিডেন্টের পদে বসে কী পদক্ষেপ নেন সেদিকেই তাকিয়ে পাকিস্তানের মানুষ।

সর্বশেষ খবর