মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ইন্দোনেশিয়ায় দুই পাইলট ঘুমিয়ে পড়ায় হারায় গতিপথ

ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ এয়ারলাইনস বাতিক এয়ারের একটি ফ্লাইটের দুজন পাইলটই উড়োজাহাজ মাঝ আকাশে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়েন। এক মিনিট বা দুই মিনিট নয়, তারা টানা ২৮ মিনিট ঘুমিয়ে ছিলেন। তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। গত ২৫ জানুয়ারি সুলাউইসি থেকে রাজধানী জাকার্তায় যাওয়ার পথে ওই ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ায় একটি ফ্লাইটে মাঝ আকাশে ঘুমিয়ে পড়ার ঘটনায় স্থানীয় বিমান সংস্থা বাটিক এয়ারের বিরুদ্ধে তদন্তে নেমেছে দেশটির পরিবহন মন্ত্রণালয়। দুই পাইলট ঘুমানোর ফলে এয়ারবাস এ৩২০ বিমানটি গতিপথ থেকে খানিকটা সরে যায়।

তবে বিমানের ১৫৩ জন যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদে অবতরণ করেছেন। তাদের মধ্যে একজন তার নবজাতক যমজ সন্তানের যত্ন নিতে সহায়তা করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন বলে জানা গেছে।

পরিবহন মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ৩২ বছর বয়সী প্রধান পাইলট উড্ডয়নের আধা ঘণ্টা পরই তার কো-পাইলটকে বিমানের নিয়ন্ত্রণ নিতে বলেন। তিনি জানান, তার বিশ্রাম দরকার। ২৮ বছর বয়সী ওই কো-পাইলট এই কথায় রাজি হয়েছিলেন। কিন্তু অসাবধানতাবশত তিনিও ঘুমিয়ে পড়েন।

সর্বশেষ খবর