বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সময়ের আগেই মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু ভারতের

নির্ধারিত সময়ের আগেই মালদ্বীপ থেকে সেনা ফিরিয়ে নিতে শুরু করেছে ভারত। গতকাল মালদ্বীপের মিহারু সংবাদপত্রের খবরে বলা হয়েছে, দেশটির সর্বদক্ষিণের আদ্দু দ্বীপে মোতায়েন ২৫ জন ভারতীয় সেনা এরই মধ্যে মালদ্বীপ ছেড়েছেন। দুই পক্ষের সমঝোতা অনুসারে যদিও ভারতীয় সেনা প্রত্যাহার শুরুর কথা ছিল ১০ মে। কিন্তু তার আগেই সৈন্যদের ফিরিয়ে নিতে শুরু করেছে নয়াদিল্লি। এদিকে ভারতীয় সেনা যাতে মালদ্বীপে না থাকে তার সবরকম চেষ্টা চালিয়েছে দেশটি। অনেক ভারতীয় গণমাধ্যম দাবি করেছে, চীনের ইন্দনে মালদ্বীপ এ ধরনের পদক্ষেপ নিচ্ছে। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ঐতিহাসিকভাবে সুসম্পর্ক ছিল মালদ্বীপের। কিন্তু গত বছরের নির্বাচনে ‘ইন্ডিয়া আউট’ স্লোগান দিয়ে ক্ষমতায় আসেন চীনপন্থি রাজনীতিবিদ মোহামেদ মুইজ্জু। গত নভেম্বরে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ভারতীয় সৈন্যদের মালদ্বীপ ছাড়ার নির্দেশ দেন। এ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কে তিক্ততা ক্রমেই বাড়তে থাকে।

সর্বশেষ খবর