বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বিনা বেতনের প্রেসিডেন্ট জারদারি

বিনা বেতনের প্রেসিডেন্ট জারদারি

আসিফ আলি জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে আবারও শপথ নিয়েছেন। কিন্তু গোটা কার্যকালে একটি টাকাও বেতন নেবেন না আসিফ আলি জারদারি। বর্তমানে যে অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ, সে কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে তার দফতর। ৯ মার্চ পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হন জারদারি। এ নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন তিনি। এর আগে, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জারদারি। শুধু জারদারিই নয়, অর্থনৈতিক সংকটের কথা মাথায় রেখে পাকিস্তানের নবনির্বাচিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও গোটা কার্যকালে বিনা বেতনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে অভিভূত আমি। গোটা কার্যকালে বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি।

 

 

সর্বশেষ খবর