মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সাড়ে ৭ মিনিট ঢেকে যাবে সূর্য ১২৬ বছরে আর ঘটবে না

সাড়ে ৭ মিনিট ঢেকে যাবে সূর্য ১২৬ বছরে আর ঘটবে না

চলতি বছর এমন একটি ঘটনা ঘটছে যা আগামী ১২৬ বছরে আর ঘটবে না। আর তা ঘটছে আগামী মাসে। আগামী ৮ এপ্রিল দিনটি সংক্ষিপ্তভাবে রাতে পরিণত হবে, যখন চাঁদ সরাসরি পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে যাবে, তার ছায়া ফেলে উত্তর আমেরিকার একাংশ অন্ধকারে ঢেকে দেবে। দিনের বেলা সাড়ে সাত মিনিট সূর্য পুরো অন্ধকারে ডুবে যাবে। যদিও পৃথিবীর কোথাও প্রতি ১৮ মাসে সূর্যগ্রহণ ঘটে, তবে সমগ্রতার পথটি তুলনামূলকভাবে সংকীর্ণ এবং যে কোনো নির্দিষ্ট স্থানে গড়ে প্রতি কয়েক শ’ বছরে একটি পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে। সমগ্রতা বলতে সূর্যগ্রহণের সময় সংক্ষিপ্ত সময়কে বোঝায় যখন চাঁদ সম্পূর্ণরূপে সূর্যের চাকতিকে ঢেকে রাখে, শুধু সূর্যের বাইরের বায়ুম ল, যা করোনা নামে পরিচিত, সেটা দৃশ্যমান থাকে। সামগ্রিকতার সময় আকাশ উল্লেখযোগ্যভাবে অন্ধকার হয়ে যায়। দিনের বেলা তারা এবং গ্রহগুলোকে দেখা যায়। জ্যাতির্বিদরা বলছেন, এই মহাকাশীয় ঘটনা শুধু কোনো সূর্যগ্রহণ নয়। এটির সামগ্রিকতার একটি বিরল বর্ধিত সময়কাল ৭.৫ মিনিট পর্যন্ত স্থায়ী হবে, একটি সময়কাল যা স্বাভাবিকের চেয়ে উল্লেখযোগ্যভাবে দীর্ঘ এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ২১৫০ সাল পর্যন্ত আবার দেখা যাবে না। বিজ্ঞানীরা জানিয়েছেন প্রকৃতপক্ষে, সূর্যগ্রহণের একদিন আগে, চাঁদ তার সবচেয়ে কাছের বিন্দুতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসবে। ৮ এপ্রিল যখন গ্রহণ হবে তখন চাঁদ পৃথিবী থেকে মাত্র ৩,৬০০০০ কিলোমিটার দূরে থাকবে। পৃথিবীর কাছাকাছি থাকার কারণে চাঁদের আকার স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় দেখাবে। এর ফলে এটি সূর্যকে দীর্ঘ সময়ের জন্য ঢেকে রাখবে এবং পৃথিবীতে দীর্ঘসময় অন্ধকার থাকবে।

সর্বশেষ খবর