শিরোনাম
বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ন্যাটোকে শর্তের বেড়াজালে জড়ালেন ট্রাম্প

ন্যাটোকে শর্তের বেড়াজালে জড়ালেন ট্রাম্প

নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবার জয়ের স্বপ্ন দেখছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সত্যি আবার হোয়াইট হাউসে প্রবেশ করলে শুধু আমেরিকা নয়, ইউরোপসহ প্রায় গোটা বিশ্বের ওপরই মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির প্রভাব পড়বে বলে ধরে নেওয়া হচ্ছে। তার আভাস পাওয়া গেল গতকাল এক টিভি সাক্ষাৎকারে। তিনি বলেছেন, সামরিক জোট ন্যাটোর সব সদস্য ‘ন্যায্য’ ব্যয় করলে আমেরিকাও ন্যাটোয় পুরোপুরি সক্রিয় থাকতে প্রস্তুত। আটলান্টিক মহাসাগরের দুই তীরের দেশগুলোর সামরিক জোট ন্যাটো থেকে সরে আসার হুমকি বহুবারই দিয়েছেন ট্রাম্প। জোটের সদস্য অন্যান্য দেশের আর্থিক অনুদান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তবে, ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলে সদস্য দেশগুলো যদি তাদের ভাগের অর্থ (চাঁদা) যথাযথভাবে পরিশোধ করে, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ন্যাটোতে থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প। খবর ফক্স নিউজের। জিবি নিউজ টেলিভিশন চ্যানেলে টিভি উপস্থাপক নাইজেল ফারাজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যদি এটি যুক্তরাষ্ট্রের জন্য না হয়, তাহলে আক্ষরিক অর্থে ন্যাটোর অস্তিত্বও নেই। যুক্তরাষ্ট্রের উচিত তার ন্যায্য অংশ পরিশোধ করা- অন্য কারও ন্যায্য অংশ নয়।’ সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি মনে করেন যুক্তরাষ্ট্র ‘ন্যাটোর ৯০ শতাংশ অর্থ দিয়ে থাকে, এমনকি এটি শতভাগও হতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘এটি অন্যায়। ভুলে যাবেন না, এ জোট তাদের কাছে আমাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জোটের সদস্য অন্যান্য দেশ ‘বাণিজ্যসহ’ যুক্তরাষ্ট্রের সুবিধা নিচ্ছে।’ সাক্ষাৎকারের এক পর্যায়ে উপস্থাপক জানতে চান, ন্যাটোর সদস্যরা যদি প্রতিশ্রুতি মেনে তাদের অর্থ পরিশোধ করে যুক্তরাষ্ট্র জোটে থাকবে কি না? উত্তরে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, শতভাগ যুক্তরাষ্ট্র সেখানে থাকবে।’ গত মাসে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় নির্বাচনি প্রচার সভায় ট্রাম্প বলেন, ‘ন্যাটোর শরিক দেশগুলো যদি তাদের ভাগের অর্থ না দেয়, তাহলে তিনি যা খুশি করার জন্য রাশিয়াকে উৎসাহিত করবেন।’

সর্বশেষ খবর