বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ইউক্রেন নিয়ে আশঙ্কার কথা শোনাল যুক্তরাষ্ট্র

‘ইউক্রেনের বিপদ বাড়ছে। তাদের টিকে থাকাই কঠিন হয়ে যাচ্ছে।

দুই বছর পেরিয়ে গেছে কিন্তু ‘পুচকে’ ইউক্রেন ঠিকই সামলে নিচ্ছে রাশিয়াকে। চলছে রক্তক্ষয়ী লড়াই। মৃত্যু অব্যাহত। তবে এখনো এ অবস্থা সমাধানের কোনো রফাসূত্র পাওয়া যায়নি। আর এদিকে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই তৃতীয় বিশ্বযুদ্ধের হুঙ্কার দিয়ে দিয়েছেন ভ্লাদিমির পুতিন। এ আবহেই যুক্তরাষ্ট্রের আশঙ্কা, এ যুদ্ধে যদি পুতিন জয়লাভ করেন তাহলে তিনি শুধু ইউক্রেনেই থেমে থাকবেন না। এর পরিণতি হবে ভয়ংকর। এ অবস্থায় ইউক্রেনের বিপদ ক্রমেই বাড়ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সেই সঙ্গে তিনি দৃঢ়কণ্ঠে বলেছেন, যুক্তরাষ্ট্র কিছুতেই কিয়েভের পতন হতে দেবে না। ইউক্রেনে এখন মার্কিন সহায়তার পরিমাণ কমছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইউক্রেনকে সহায়তার নতুন প্রস্তাব অনুমোদিত হয়নি। এ অবস্থায় ইউক্রেনের নিজেকে রক্ষা করার ক্ষমতাও কমছে বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মনে করছেন। জার্মানির রামস্টাইন বিমানঘাঁটিতে সহযোগী দেশগুলোর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে লয়েড অস্টিন বলেন, ‘ইউক্রেনের বিপদ বাড়ছে। তাদের টিকে থাকাই কঠিন হয়ে যাচ্ছে। আমাদের শরিক ও সহযোগী দেশগুলোকে আরও উদ্যোগী হতে হবে। যুক্তরাষ্ট্রকেও হতে হবে।’ এ যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনের পাশে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, ন্যাটোভুক্ত দেশগুলো। মঙ্গলবার রামস্টাইন বিমানঘাঁটিতে লয়েড অস্টিনের সেই বৈঠকের বিবৃতি দিয়ে পেন্টাগন জানায়, ‘রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেন কোনো দিন পিছপা হয়নি, আগামীদিনেও হবে না। পিছু হটবে না আমেরিকাও।’ আর এ মানসিকতা ধরে রাখার জন্য তিনি মিত্রদের বলেন, এ যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করার জন্য আমাদের জোটবদ্ধ হতে হবে। কোনোভাবেই রাশিয়াকে জিততে দেওয়া যাবে না। কারণ পুতিন যদি এ লড়াইয়ে বিজয়ী হন তাহলে তিনি শুধু ইউক্রেনেই থেমে থাকবেন না। দুই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনীয় সেনারা দক্ষতার সঙ্গে পুতিনের আগ্রাসনের জবাব দিয়ে চলেছে। এ যুদ্ধে রাশিয়াকেও বড় মূল্য চোকাতে হয়েছে। এখন পর্যন্ত অন্তত সোয়া ৩ লাখ রুশ সেনা রণক্ষেত্রে নিহত হয়েছেন।

সর্বশেষ খবর