বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

২১ দিনের অনশনে থ্রি ইডিয়টস খ্যাত ‘র‌্যাঞ্চো’

একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি ভারতের কেন্দ্রীয় সরকার। এরই প্রতিবাদে ৬ মার্চ থেকে ২১ দিনের আমরণ অনশন করছেন লাদাখের বিজ্ঞানী তথা পরিবেশ-মানবাধিকার কর্মী সোনম ওয়াংচুক। গতকাল ১৫ দিনে পড়ল তার অনশন। ফুংসুক ওয়াংচুক ছিলেন আমির খানের বিখ্যাত সিনেমার সেই নায়ক, যার ডাক নাম ছিল ‘র‌্যাঞ্চো’। তার খোঁজে তিন বন্ধু পাড়ি দিয়েছিলেন লাদাখের রাজধানী লেহ। সিনেমার সেই ‘র‌্যাঞ্চো’ বাস্তবে লাদাখের অতিপরিচিত পরিবেশবিদ সোনম ওয়াংচুক। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা, পরিবেশ রক্ষাসহ কয়েকটি দাবিতে তিনি ‘আমরণ অনশন’ কর্মসূচি শুরু করেছেন। গতকাল ১৫ দিনে পড়ল তাঁর অনশন। খোলা আকাশের নিচে মাইনাস ১৫ ডিগ্রিতে তাঁর সঙ্গে দিনরাত অতিবাহিত করছেন আরও অন্তত ২৫০ থেকে ৩০০ জন লাদাখবাসী। ‘র‌্যাঞ্চো’ ওয়াংচুক জানিয়েছেন, এক নয়, একাধিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে মোদি সরকার।

 

 

 

সর্বশেষ খবর