বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১২

পাকিস্তানের একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১২ জন খনি শ্রমিক মারা গেছেন বলে জানা গেছে। আটজনকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল। বেলুচিস্তান প্রদেশের খনি পরিদর্শক আবদুল গনি বালোচ জানান, ‘উদ্ধার অভিযান শেষ হয়েছে। তিনি আরও বলেন, ‘বিস্ফোরণের সময় খনিতে ২০ জন শ্রমিক ছিলেন। উদ্ধারকারী দল ১২টি লাশ উদ্ধার করেছে। মিথেন গ্যাসের কারণে খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর