শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

মানুষের দেহে শূকরের কিডনি প্রতিস্থাপন

মানুষের দেহে শূকরের কিডনি প্রতিস্থাপন

৬২ বছরের বৃদ্ধের শরীরে শূকরের কিডনি সফল প্রতিস্থাপন করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা। বস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এই প্রথম জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি জীবিত মানুষের শরীরে প্রতিস্থাপন করা হলো। এর আগে ব্রেন ডেড রোগীর শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। দুজন পুরুষ রোগীর শরীরে শূকরের হার্ট প্রতিস্থাপনও করা হয়। যদিও কয়েক মাসের মধ্যেই তারা মারা যান। তবে এবার অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে উঠছেন ম্যাসাচুসেটসের ওয়েমাউথের বাসিন্দা রিচার্ড ‘রিক’ স্লেম্যান। ট্রান্সপ্লান্ট সার্জন ডা. তাতসুও কাওয়াই এবং তার দল জানিয়েছেন, রোগীকে দ্রুত ছেড়ে দেওয়া হবে। চিকিৎসকরা গতকাল জানান, স্লেম্যানের দেহে প্রতিস্থাপনকৃত কিডনিটি বছরের পর বছর ভালো থাকতে পারে। তবে প্রাণী থেকে মানুষের দেহে অঙ্গ প্রতিস্থাপনে বেশকিছু অনিশ্চয়তা রয়েছে। ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ সফলতার কথা জানানো হয়। এ হাসপাতালটিই ১৯৫৪ সালে সর্বপ্রথম কিডনি প্রতিস্থাপন করেছিল। ৬২ বছর বয়সী রিক স্লেম্যান কিডনি রোগের একেবারে শেষ পর্যায়ে ছিলেন। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন। ডালাসের ইউটি সাউথওয়েস্টার্ন মেডিকেল সেন্টারের সার্জিক্যাল ট্রান্সপোর্টেশনের চিফ ডাক্তার পার্সিয়া ভ্যাজেফি বলেন, ‘বছরের পর বছর পরিশ্রম ও সহযোগিতার পর অবশেষে সফল হওয়া সত্যিই বিশাল পদক্ষেপ। একই সঙ্গে কিডনি প্রতিস্থাপনের জন্য এটি একটি দুর্দান্ত মুহূর্ত।’

সর্বশেষ খবর