শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

পাকিস্তানকে নির্বাচনে অনিয়ম তদন্তের আহ্বান জানালেন লু

পাকিস্তানকে নির্বাচনে অনিয়ম তদন্তের আহ্বান জানালেন লু

ডোনাল্ড লু

পাকিস্তানের সংসদ নির্বাচনে বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। সেগুলো তদন্তের আওতায় নেওয়ার জন্য সে দেশের নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী সচিব ডোনাল্ড লু। যেসব আসনে হস্তক্ষেপের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে সেখানে আবার নির্বাচন অনুষ্ঠানেরও আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস ফরেন অ্যাফেয়ার্সের সাবকমিটিকে বুধবার লু বলেন, আমরা কখনো এ নির্বাচনের বর্ণনায় ‘অবাধ ও নিরপেক্ষ’ টার্ম ব্যবহার করিনি। পাকিস্তানের গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক পরীক্ষা করে দেখছে ওই সাবকমিটি। তার অংশ হিসেবে লুর সঙ্গে কথা বলেছেন তারা। কমিটিকে লু জানান, ‘নির্বাচন-পূর্ববর্তী পরিবেশ নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছিলাম। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নও অনিয়মের খবরে উদ্বেগ প্রকাশ করে তদন্তের আহ্বান জানিয়েছে।

সর্বশেষ খবর