শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

রাশিয়ার হামলায় বিদ্যুৎহীন ইউক্রেন

রাশিয়ার মিসাইল হামলায় আবারও বিদ্যুৎহীন হয়ে পড়েছিল ইউক্রেন। বৃহস্পতিবার দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট ছিল। অবশ্য সমস্যার দ্রুত সমাধান করতে পেরেছে দেশটি। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, জাপোরিঝঝিয়ার যে অংশটি কিয়েভ-নিয়ন্ত্রিত, সেখানকার ‘ডিনেপ্রো হাইড্রো পাওয়ারপ্লান্ট’ রাশিয়ার হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের কর্মকর্তারা দাবি করেছেন, রাশিয়ান সামরিক বাহিনী আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে শক্তিশালী বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। তবে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো এ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত বৃহস্পতিবার রাশিয়ার চালানো হামলাকে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ের মধ্যে সব থেকে শক্তিশালী। হামলায় ইউক্রেনের প্রধান একটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেখানে আগুন ধরে যায় এবং বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে ইউক্রেনের কর্মকর্তারা জোর দিয়ে বলেন, আশঙ্কার কোনো কারণ নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

গতকাল ফেসবুকে একটি পোস্টে ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো অভিযোগ করেছেন, রাশিয়ার লক্ষ্য হচ্ছে ইউক্রেনের জ্বালানি ব্যবস্থাকে অচল করে দেওয়া। দুর্ভাগ্যবশত, বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন সুবিধা, ট্রান্সমিশন এবং বিতরণ ব্যবস্থার ক্ষতি হয়েছে। এর আগে জাপোরিঝঝিয়ার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়া নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ফলে সেখানে উৎপাদিত বিদ্যুৎও পাচ্ছে না ইউক্রেন।

সর্বশেষ খবর