রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

রাফায় অভিযান ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করবে : যুক্তরাষ্ট্র

গাজার রাফায় পূর্ণমাত্রায় স্থল অভিযান আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শুক্রবার ইসরায়েলে সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হামাসকে পরাজিত করার ইসরায়েলি লক্ষ্যকে আমরা সমর্থন দিয়েছি। কিন্তু রাফায় বড় সামরিক স্থল অভিযান এটি অর্জনের উপায় নয়।’ তিনি আরও বলেছেন, ‘বরং এটি বিশ্বজুড়ে ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার ঝুঁকিতে ফেলবে। এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা হুমকির মুখে ফেলবে।’ এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল তার প্রধান মিত্রের সমর্থন ছাড়াই রাফায় একটি পরিকল্পিত স্থল অভিযান পরিচালনা করবে।  

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, এ ধরনের অভিযানে আরও বেশি বেসামরিক লোকের প্রাণহানির ঝুঁকি রয়েছে। এটি আরও বড় বিপর্যয় ঘটার ঝুঁকি তৈরি করবে।

 

সর্বশেষ খবর