রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

আমেরিকানদের গড় আয়ু ৭৭.৫ বছর

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

মার্কিন কেন্দ্রীয় রোগনিয়ন্ত্রণ (সিডিসি) দফতর জানিয়েছে, আমেরিকানদের গড় আয়ু কিছুটা বেড়ে ২০২২ সালে দাঁড়িয়েছে ৭৭.৫ বছরে। তবে তা এখনো ২০১৯ সালের তুলনায় কম। সিডিসি জানায়, এক বছরের ব্যবধানে আমেরিকায় শিশুমৃত্যুর হারও বেড়েছে। ২০২২ সালে প্রতি লাখে শিশুমৃত্যুর হার ছিল ৫৬০.৪। তার আগের বছর ছিল ৩.১ ভাগ। এটাও গড় আয়ুর লাগাম টেনে ধরার অন্যতম কারণ। এক থেকে ৪ বছর বয়েসী শিশুমৃত্যুর হার ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ১২ ভাগে বৃদ্ধি পেয়েছে। আর ৫ থেকে ১৪ বছর বয়েসী শিশুমৃত্যু হার বেড়েছে ৭ ভাগ। গড় আয়ু ধীরগতিতে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আরেকটি বিষয় প্রভাব ফেলেছে, সেটি হচ্ছে- অত্যধিক নেশা করা।

২০২১ সালের এপ্রিল পর্যন্ত ১২ মাসে (করোনা মহামারির ভয়ংকর সময়ে) মাদকাসক্ত হয়ে মৃত্যুর সংখ্যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি ছিল এবং তা ছিল লক্ষাধিক। ২০২০ সালে সে সংখ্যা ছিল ৭৮ হাজারের মতো।

ব্লুমবার্গ জন হপকিন্স ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিষয়ক অধ্যাপক ড. সুস্যান শারমেন বলেছেন, মাদকাসক্ত হওয়ার প্রবণতা হ্রাসের সব চেষ্টা ব্যর্থ হচ্ছে। এর নেপথ্য কারণ নিয়ে আরও গভীরভাবে বিশ্লেষণের অবকাশ রয়েছে।

 

সর্বশেষ খবর