শিরোনাম
সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি গুতেরেজের

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি গুতেরেজের

প্রতিনিয়ত গাজায় ইসরায়েলি হামলার শিকার হচ্ছে শিশুরা - এএফপি

টানা সাড়ে পাঁচ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এতে ফিলিস্তিনের অবরুদ্ধ ওই ভূখণ্ডে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। বিশ্বব্যাপী যুদ্ধবিরতির আহ্বান জোরালো হলেও ইসরায়েল বিষয়টিকে গুরুত্ব না দিয়ে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে। এ পরিস্থিতিতে আবারও অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি শনিবার মিসর-গাজার মধ্যে অবস্থিত রাফাহ ক্রসিংয়ের মিসরীয় অংশে সফরে যান। আর সেখানেই যুদ্ধবিরতির জন্য নতুন করে আহ্বান জানান তিনি। রাফাহ ক্রসিংয়ের মিসরীয় দিক থেকে কথা বলার সময় তিনি বলেন, ‘বন্দুকগুলোকে নীরব করার সময় এসেছে।’ এ সময় গাজা ভূখণ্ডজুড়ে মানবিক পণ্যের ‘সম্পূর্ণ, নিরবচ্ছিন্ন’ প্রবেশাধিকার দেওয়ার জন্যও ইসরায়েলের প্রতি আহ্বান জানান। জানান গুতেরেস।

ফিলিস্তিনের গাজা ভূখে র স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় রিপোর্ট পর্যন্ত ৩২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন আরও ৭৪ হাজারের বেশি মানুষ।

 

 

সর্বশেষ খবর