শিরোনাম
সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

চুইংগামের বদৌলতে ৪৪ বছর পর খুনি ও ধর্ষক গ্রেফতার

ঠিক যেন ফেলুদা গোয়েন্দা গল্পের কাহিনি। প্রমাণের অভাবে ৪৩ বছর ধরে সমাধান হচ্ছিল না যে ধর্ষণ ও খুনের মামলার। নিরীহ চুইংগাম সেই রহস্যের জট ছাড়িয়ে দিল। যুক্তরাষ্ট্রে অরেগন প্রদেশে ১৯৮০ সালে খুন হয়েছিলেন ১৯ বছরের তরুণী বারবারা টিউকার। প্রায় অর্ধশতক পরে গত সপ্তাহে ওই মামলায় দোষী খুঁজে পাওয়া গেছে। তার সাম রবার্ট পিম্পটোন। এখন তার বয়স ৬০ বছর।

নিহত বারবারা ওই সময় মাউন্ট হুড কমিউনিটি কলেজে পড়াশোনা করতেন। ১৯৮০ সালের ১৫ জানুয়ারি কলেজ ক্যাম্পাসের পার্কিং চত্বরে তার লাশ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। কিন্তু দোষী খুঁজে পাওয়া যাচ্ছিল না। আসামি রবার্টের চুইংগাম চেবানোর অভ্যাস। ১৯৮০ সালেই বারবারার যৌনাঙ্গের সোয়াব নিয়ে পরীক্ষা করেছিলেন তদন্তকারীরা। অন্যদিকে সম্প্রতি রবার্টের চুইংগামের লালা পরীক্ষা করা হয়েছিল। ডিএনএ টেস্টে বারবারার সোয়াবে মেলে রবার্টের ডিএনএর নমুনা। এর পরেই আদালত দোষী সাব্যস্ত করেন অভিযুক্তকে। এখন কেবল কঠিন শাস্তি ঘোষণাই বাকি।

 

 

সর্বশেষ খবর