সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

মহাকাশে জোড়া নক্ষত্রের বিস্ফোরণ

মহাকাশে জোড়া নক্ষত্রের বিস্ফোরণ

মহাকাশে বিরল ঘটনা দেখা যাবে খালি চোখে। এমনই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ৩,০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত নক্ষত্র জগতে বিস্ফোরণ ঘটতে চলেছে। জোড়া নক্ষত্রের বিস্ফোরণ পৃথিবী থেকে খালি চোখেই দেখা যাবে। এই বিরল ঘটনা জীবদ্দশায় একবারই দেখার সুযোগ পাওয়া যায়। প্রতি ৮০ বছর অন্তর এই বিরল মহাজাগতিক ঘটনা দেখা যায়। এবার সেই বিরল নক্ষত্র বিস্ফোরণের ঘটনাই দেখা যাবে। ১৯৪৬ সালে শেষবার নক্ষত্রের বিস্ফোরণ ঘটেছিল। এবারটি টি সিআরবি-তে বিস্ফোরণ হতে চলেছে। মহাকাশ বিজ্ঞানীদের মতে, আগামী সেপ্টেম্বরের মধ্যে এই বিস্ফোরণ ঘটতে চলেছে। সেদিকে নজর রেখেছেন নাসার বিজ্ঞানীরা। এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেখা যাবে নক্ষত্র বিস্ফোরণ। নাসা জানিয়েছে, যে নক্ষত্র জগতে বিস্ফোরণ ঘটতে চলেছে, সেটি এত দূরে যে খালি চোখে দেখার কোনো উপায় নেই। কিন্তু বিস্ফোরণের ফলে সেই নক্ষত্র জগৎ এতটা উজ্জ্বল হয়ে উঠবে যে পৃথিবী থেকে খালি চোখেই এই দৃশ্য দেখা যাবে। নর্থ স্টার, পোলারিস যতটা উজ্জ্বল, এই নক্ষত্র বিস্ফোরণও ঠিক সেরকমই উজ্জ্বল হয়ে উঠতে চলেছে। সাধারণ বাইনোকুলারের সাহায্যে এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই নক্ষত্র বিস্ফোরণ দেখা যাবে। তারপর এই নক্ষত্র বিস্ফোরণের দৃশ্য ধীরে ধীরে পৃথিবী থেকে মুছে যাবে।

সর্বশেষ খবর